Title: আলোর দিগন্তে হযরত উমর (রাঃ)

Author: শাইখ আলী তানতাভী
Published: 2016-04-07

Size:
Page: 80




Description:

প্রকাশকের কথা

আল্লাহ রাব্বুল আলামীন যে মহান শরী’অত দিয়ে তাঁর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনীর বুকে প্রেরণ করেন তার বাস্ত নমুনা ছিলেন তারই পূণ্য সান্নিধ্যে গড়ে উঠা সাহাবায়ে কেরামের মুবারক জুমা‘আত্ যার ফলে দেখা যায় যে, সকলেই ছিলেন এককেকটি উজ্জ্বল নক্ষত্র। পথভোলা মানুষের পথের দিশা।