ভূমিকা
বিসমিল্লাহের রাহমানীর রাহীম
মুহাম্মদ (দঃ) এর জীবনী জাতী, ধর্ম,বর্ণ বির্বিশেষে সমাজের সকল স্তরের লোকের প্রেরণার উৎস। এমনকি তাদেরকে পরিচালিত করেছে তাঁর সম্পর্কে গভীরভাবে পড়াশুনা করতে এবং তাঁর আদর্শ অনুযায়ী তাদের জীবন প্রথায় পরিচালিত করতে। এ ছাড়াও আরো কিছু লোক আছেন যারা বিভিন্ন কারণে সে চৌহদ্দীতে যেতে পারেন নি।কিন্তু তাই বলে তাঁর নিষ্কলংক চরিত্র এবং অকাট্য আধ্যাত্বিক জ্ঞানের বাণীর প্রচন্ড আবেদনকে থামাতে পারেনি।
অধ্যাপক এস. কে . রামা কৃষ্ণ রাও দর্শনশাস্ত্রে একজন সুপন্ডিতভ বিলম্বিত দলভূক্ত অমুসলিম চিন্তাবিদদের অর্ন্তভূক্ত হয়েও তিনি নবীজির জীবনী সার্বিকভাবে অধ্যয়ন করেছেন এবং তার অনুভূতি ব্যক্ত করেছন – যা তিনি পড়েছেন।