ঢেউ জাগে

আকবর হোসেন

" />
x
  •  
  •  
  • Dr. Abdullah Al-Amin's Library

    Title: ঢেউ জাগে

    Author: আকবর হোসেন
    Published: 2018-10-28

    Size: 10.6 MB
    Page: 238




    Description:

    ঢেউ জাগে

    আকবর হোসেন

    • মুখবন্ধ
      এদেশের মানুষের  সেবার নামে বড় বড় বুলি আওড়িয়ে অনেকেই নেতার  আসন গ্রহণ করেন। তাঁরা জনগেণের সহানুভূতি কুঁড়িয়ে বিরুদ্ধ শক্তিকে খর্ব করে নিজেরা একদি ন জাতির পুরোভাগে বসেন। সেদিন তাঁদের রূপ পদলে যায়। ধন-সম্পদ ও প্রভুদ্বের অধিকারী হয়ে তাঁরাও ভুলে যায় অতীতের প্রতিশ্রুতি। সাধারণ মানুষ ভোগ করে সেই গতানুগতিক দুঃখকষ্ট। কিন্তু এমন এক মুহুর্ত আসে যখন বিভ্রান্ত, একগুঁয়ে নেতাও খোদার নিঃশব্দ শাসনতলে মুষড়ে পড়েন- বিবেক ফিরে পান এবং নিজেদের দুস্কৃতির জন্য অনুশোচনা করেন। সেই বিভ্রান্ত নেতাদের স্বরূপ উদঘাটন করাই শুধু আমার উদ্দেশ্য নং- তাঁদের শক্তি যে খোদার শক্তির কাছে কত মিথ্যে তাই আমি দেখাতে চেষ্টা করেছি। জানি না আমার সে চেষ্টা সার্থক হয়েছে কিনা।

      এ উপন্যাসে অনেক চরিত্রের সমাবেশ করা হয়েছে। তারা আমাদেরই সমাজের নানাস্তরের মানুষ। জীবন সংগ্রামে প্রত্যেকে তারা ক্লান্ত। জাতির পুরোভোগে দাঁড়িয়ে যাঁরা রাষ্ট্রপরিচালনায় ক্ষমতাসীন, তাঁরা ব্যক্তি স্বার্থের উর্ধে যেতে পারেন না কেউই। এ বোধ হয় আমাদের জাতিয় জীবনে বড় অভিশাপ।  সত্যিকার শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ কবে  কলুষমুক্ত হবে তা কে জানে। 

      নীরা চরিত্র এক আদর্শ সৃষ্টি। সংগ্রামী খালেদ চরিত্র বিভ্রান্ত হয়েছে কিন্তু তার আদর্শে অনুপ্রাণিত নীরা পথ হারায়নি। তাই নিঃস্বার্থ নীরাকে লক্ষ করে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হোক বাংলাদেশের সকল মানুষ, এই কামনাই করি।

      আকবর হোসেন
    More Books:
    Search Library


    40
    Readers online
    in
    the last 60 minutes!
    Visitor Location
    Contact Us
    Top
    • Follows us our servcies